নবীগঞ্জ সংবাদদাতা ॥ একশত টাকা না দেওয়ায় মায়ের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এক বখাটে যুবক। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে। জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই বখাটে তার মায়ের কাছে ১শ টাকা চায়। তার মা টাকা না দিলে প্রথমে সে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। পরে তার মোটরসাইকেল থেকে পেট্রোল বের ঘরে ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা মোটরসাইকেল, ঘরের যাবতীয় মুল্যবান আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে তার মা জানান সকালে তার ছেলে তার কাছে একশত টাকা চায়। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে এমন ঘটনা ঘটিয়েছে।
ঘটনাকারী মতিউর জানায়, রাগে তার নিজের মোটরসাইকেল পুড়াতে গিয়ে সমস্ত ঘর পুড়ে গেছে।