স্টাপ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে শ্রেষ্ঠা দাস নামে দুই বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের চন্দ্র দাসের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রেষ্ঠা দাস নামে ওই শিশুটি বাড়ির পার্শ্বে খেলা করার এক পর্যায়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজীব চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, শ্রেষ্ঠা দাসের মৃত্যুর খবর শোনে তার মাসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।