স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রদীপ দাশ সাগর ও সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি নুরুল হক কবির। গতকাল রাতে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস কার্য্যালয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, টিভি জার্র্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শাকিল চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী, মোঃ কাউছার আহেমদ প্রমূখ।