আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বরযাত্রীবাহী নৌকার মাঝি বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নদীতে পড়ে নিঁেখাজ হওয়ার ১৭ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুস্পৃষ্ট মাঝির নাম আবুল খায়ের। তিনি পার্শ¦বর্তী নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। গত বুধবার দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে এ ঘটনাটি ঘটে।
আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান জানান, গত বুধবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নৌকাযোগে মাধবপুর উপজেলার জোয়ালভাঙ্গা কনের বাড়িতে যাওয়ার পথে আদাঐর গ্রামের অদূরে খাস্টিনদীতে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকার বৈঠা লেগে যায়। এতে মাঝি আবুল খায়ের বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নদীতে উদ্ধার অভিযান চালায়। রাত ১টা পর্যন্ত আবুল খায়েরের কোন সন্ধান পায়নি। গতকাল বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় নৌকার মাঝি নিহতের ঘটনা ঘটলেও নৌকার আরোহীরা অক্ষত অবস্থায় রয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগেও একই স্থানে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকা লেগে একাধিকবার হতাহতের ঘটনা ঘটেছে।