বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিবগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সংবাদের প্রকাশক, সম্পাদক ও যশোরের বিশেষ প্রতিনিধির বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ নিমতলায় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে এই মানববন্ধন হয়। এতে হবিগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এটিএন বাংলা জেলা প্রতিনিধি ও দৈনিক প্রভাকর সম্পাদক আব্দুল হালীম, মাছরাঙা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, কালের কন্ঠ প্রতিনিধি এডঃ শাহ ফখরুজ্জামান, যমুনা টিভি প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল হক সোহেল, নিউ নেশন প্রতিনিধি সালাম চৌধুরী, জেলা সাংবাদিক ফোরাম সহ-সভাপতি অপু চৌধুরী, ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক হবিগঞ্জের জননী নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি ফয়সল চৌধুরী, হবিগঞ্জ সমাচার নির্বাহী সম্পাদক দিদার আলী সাজু, বণিক বার্তা প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, মোহনা টিভি প্রতিনিধি ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মীর আব্দুর কাদির, বাংলানিউজটোয়েন্টিফোর প্রতিনিধি বদরুল আলম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, দৈনিক সংবাদ জেলা সংবাদদাতা মোঃ শাহ্ আলম, দৈনিক প্রভাকর সহযোগি সম্পাদক সহিবুর রহমান, দৈনিক খোয়াই সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, হবিগঞ্জ সমাচার স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, প্রতিদিনের বাণী স্টাফ রিপোর্টার মোঃ আক্তার হোসেন, চুনারুঘাট প্রতিনিধি নুর উদ্দিন সুমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক সংবাদের প্রকাশক, সম্পাদক আলতামাশ কবির, ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান ও যশোরের বিশেষ প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলার বিরুদ্ধে দায়েরকৃত তিনটি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এসব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
প্রসঙ্গত, গত ৮ মে যশোরে ‘এমপি’র বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের’ ও ২৩ মে ‘জনবিচ্ছিন্ন মনির এমপি এখন সন্ত্রাসীনির্ভর নেতা’, শিরোনামে দৈনিক সংবাদ দুটি প্রতিবেদন প্রকাশ করে। এরই জের ধরে যশোর বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম ও রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম আহম্মেদ ফারুক শান্তি বাদি হয়ে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com