স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের শতমূখা গ্রামে প্রতিক্ষের হামলায় হুমায়ূন মিয়া (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আংশকাজন অবস্থায় তাকে সিলেট হাসপালে প্রেরণ করা হলেও টাকার অভাবে তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, হুমায়ূন তার বাড়ীর পার্শ্বে অবস্থিত একটি গাছ গতকাল সকালে কাটতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে বাঁধা দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে হুমায়ূনের উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।