মাধবপুর প্রতিনিধি ॥ পরিকল্পিত পরিবার সুরক্ষতি মানবধিকার এ শ্লোগানকে সামনে রেখে মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। বুধবার সকালে উপজেলা পঃপঃ বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জিব সূত্রধর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মা-মনির কো-অডিনেটর ইমরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন পঃপঃ কর্মকর্তা ডাঃ ইকবাল।