নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও এফপিআই জুয়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইমরান আহমেদ চৌধুরী, নতুন দিনের ডিস্ট্রিক্ট টিম লিডার শরিফ আল মঞ্জিল প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন।