শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

দিনারপুর স্কুলের প্রধান শিক্ষকের শেষ কৃত্য অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গৌস্বামীর শেষ কৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তাঁর শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার রাতে নিজ বাড়িতে গৌরাপদ গোস্বামীর মরদেহ পৌঁছায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে শিক্ষক গৌরাপদ গৌস্বামীর কয়েক যুগের কর্মস্থল দিনারপুর উচ্চ বিদ্যালয়ে তাঁর মরদেহ আনা হয়। পরে ফুলের তোড়া দিয়ে দীর্ঘদিনের সহকর্মীকে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষকমন্ডলীগন। একে একে প্রিয় শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা জানান ছাত্রছাত্রীবৃন্দ। পরে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, দিনারপুর কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে গৌরাপদ গৌস্বামীর শেষ কৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com