প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট পৌর তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন জেলা তাঁতীদলের আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ শফী কাইয়ূম ও একেএম রাজিব। ১০ জুলাই ২৫ সদস্য এ কমিটি অনুমোদন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন আহ্বায়ক হাবিবুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাসুক মিয়া সরদার, মোঃ আজাদ মিয়া, আমির উদ্দিন, শওকত হাসান লাল মিয়া, এমরান মিয়া তালকদার, সানির মিয়া তালকদার। সদস্যগণ হলেন নবীর হোসেন, সাদেক খান, জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, সিরাজ আলী, শাহিন মিয়া, উজ্জল মিয়া, সোবান মিয়া, কালাম মিয়া, রুয়েল মিয়া, লিটন মিয়া, মিজানুর রমান সুজন, মিজান মিয়া, মকসু মিয়া, গাজিউর রহমান, আবু মিয়া, কিরণ কপালী, শাহারাজ মিয়া।