স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের দৌলতপুর গ্রামে ছেলের সাথে অভিযান করে ৫ সন্তানের জননী রাহেলা আক্তার (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকালে অভিমান করে রাহেলা বিষপান করে চটপট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১২ টায় ডাঃ রাজীব চৌধুরী তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে এসআই শাহিদ মিয়া ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাহেলা আক্তার পরিবারের সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।