মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মদপান করে মাতলামির অভিযোগে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তার নাম সজল সূত্রধর (৪০)। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের অমূল্য সূত্রধরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে বেলঘর এলাকায় সজল মদ খেয়ে মাতলামি করছিল। এ খবর পেয়ে মাধবপুর থানার এএসআ্ই হেমায়েতউদ্দিন ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ওইদিনই দুপুরের দিকে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।