অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত (৪৫) এক নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সন্নিকটে রেললাইনরে উপর থেকে ছিন্নভিন্ন হওয়া লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় মহিলাটি। মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন-লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।