স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গুচাপাড়া গ্রামে প্রেমিকার সাথে আমুদফুর্তি করার সময় যুবক যুবতিকে আটক করেছে জনতা। পরে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, ওই গ্রামের আব্দুল কাদিরের কন্যা স্থানীয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী (১৮) ও তার প্রেমিক নরসিংদী জেলার বেলাব থানার লালপুর গ্রামের আনসার সদস্য বাবুল মিয়া (২০)। স্থানীয় সূত্র জানায়, সীমার সাথে রং নাম্বারে পরিচয় হয় বাবুল মিয়ার। এক পর্যায়ে মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। গত শুক্রবার কেউ বাড়িতে না থাকার সুযোগে সীমা ফোন করে তার প্রেমিককে বাড়িতে আসতে বলে। বাবুল ফলমূল নিয়ে সীমার বাড়িতে আসে। বিষয়টি স্থানীয় লোকজন আচ করতে পারে। ওই দিনই গভীর রাতে দরজা বন্ধ করে তারা আমুদ ফুর্তি করার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এক পর্যায়ে বাবুলকে উত্তম মধ্যম দিয়ে গতকাল শনিবার চুনারুঘাট থানায় খবর দিলে এএসআই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদরেকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের পক্ষ থেকে কোন অভিভাবক না যাওয়ায় শনিবার বিকেলে পুলিশ বাদী হয়ে প্রেমিক যুগলের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।