শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বলেছেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একজন যুবক/যুবতী মাদকাসক্ত হলে পুরো পরিবার ও সমাজকে যন্ত্রণা ভোগ করতে হয়। তিনি বলেন, সন্ত্রাসের সাথে মাদকের যোগসূত্র রয়েছে। মাদক আমদানীর রুট ও মাদক ব্যবসা নির্মূল করতে হবে। কোন মাদক ব্যবসায়ীকেই রেহাই দেয়া হবে না। তিনি বলেন, হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করা হবে ইনশাআল্লাহ। হবিগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে জুলাই-ডিসেম্বর কোর্সে ভর্তিকৃত প্রশিক্ষনার্থীদের কোর্স উদ্বোধনী অনুষ্টানে গতকাল দুপুরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে দেশ অনেক দুর এগিয়ে গেছে। এখন দেশের যে কোন স্থান থেকেই মুহুর্তে বিশ্বের কোথায় কি হচ্ছে এর খবর পাওয়া যায়। আউট সোসিংয়ের মাধ্যমে বেকার যুবক যুবতীরা অনেক টাকা উপার্জন করতে পারে। তবে অনেকে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সময় ক্ষেপনের পাশাপাশি অধপতনের দিকে যাচ্ছে। তিনি বলেন, প্রকৃত মানুষ হতে হলে সাধনা করতে হবে। প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, অসামাজিক কাজে জড়িত হবো না এ শপথ নিয়ে প্রত্যেকে নিজেকে এগিয়ে নিতে হবে। এ সময় জেলা প্রশাসক উপস্থিত সকল প্রশিক্ষণার্থীকে শপথ বাক্যপাঠ করান।
হবিগঞ্জ জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক আলহাজ্ব মোঃ ফখর উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com