লন্ডন প্রতিনিধি ॥ গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে যুক্তরাজ্যে সফরে আসা হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নিহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কোয়াজ আলী খান, আবুল কালাম আজাদ ছুটন ও মুকিত চৌধুরী। বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল হাই, আব্দুল করিম, ব্যারিস্টার মাহমুদুল হক, নুরুদ্দিন চৌধুরী বুলবুল, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, গোলাম জিলানী সোহেল, এ রহমান অলি, আব্দুল হাকিম, শামীম চৌধুরী খোকন, জাহিদুল হক, হিফজুর রহমান, মামুদ আলী, শাহ শহিদ আলী প্রমুখ।
বক্তাগণ বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে জেলা পরিষদের ভূয়সী প্রশংসা করেন এবং নবীগঞ্জের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে নবীগঞ্জবাসীর পক্ষ থেকে আহবান জানান। পাশাপাশি তাঁকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বক্তাগণ জোর দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, জুনেদ আহমেদ চৌধুরী, মির্জা আওলাদ বেগ, ফজলুর রহমান, বাকী বিল্লাহ জালাল, মারুফ চৌধুরী, শাহিদুর রহমান, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, জাফর মোহাম্মদ মাসুদ, মোঃ আলামিন মিয়া, মহিবুর রহমান, আংগুর মিয়া, সাইফুল ইসলাম হেলাল, রোমান আহমেদ, ফরহাদ আহমেদ, শাহারিয়া খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং ক্রেষ্ট প্রদান করা হয়।