বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং আল জামেয়া ইসলামী দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী মরহুম আলহাজ্ব হাফেজ আতাউর রহমান (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মরহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসার মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওঃ আবদুল আলিমের সভাপতিত্বে ও মাওঃ ইয়াহিয়া আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন, মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওঃ আয়ূব বিন সিদ্দিকী, আলহাজ্ব ফরিদ উল্লাহ, উপাধক্ষ্য মুফতি আতাউর রহমান, অধ্যক্ষ মাওঃ মোবাশ্বির আহমদ, মাওঃ মইনুদ্দিন, মাওঃ বশীর আহমেদ, মাওঃ শাহ সালেহ আহমেদ, মাওঃ রওশন ইজদানী, মাওঃ আব্দুল আলীম, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক খায়রুল বাশার সোহেল ও হাজী আলা উদ্দিন।