মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৪লিটার দেশী মদ সহ এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মাধবপুর থানার এস আই লিটন চন্দ পুরাতন গরুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় জজ মিয়া (২৫) নামে এক যুবককে ৪ লিটার মদসহ আটক করেন। আটক জজ মিয়া বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুকর্ণ গ্রামের নুর মিয়া পুত্র। এ ব্যাপারে মাদক আএন মামলা হয়েছে।