চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরকলা গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র শওকত হায়দার সবুজ এর বিরুদ্ধে মসজিদ, মক্তব ও নিরীহ লোকজনের জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সবুজ গোগাউড়া জামে মসজিদের নামীয় দানকৃত ভূমি আত্মসাৎ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আদালতে একাধিক মামলা দায়ের করেছে। সবুজ গত কিছুদিন পুর্বে গোগাউড়া জামে মসজিদের জায়গা দখল করতে গেলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। গোগাউড়া জামে মসজিদের ফনির মিয়াসহ ৫জন সবুজ মিয়ার দায়েরকৃত একটি মামলার জবাব আদালতে দাখিল করেছেন। এতে তারা উল্লেখ করেন, গোগাউড়া জামে মসজিদের নামে অনেকই জমি দান করেছেন। উক্ত জায়গার আয় দিয়ে এলাকাবাসী মসজিদ কমিটির মাধ্যমে মসজিদ উন্নয়ন কাজে ব্যয় করেন। কিন্তু শওকত হায়দার সবুজ জালিয়াতির মাধ্যমে মসজিদের ভূমি আত্মসাৎ করতে বিভিন্নভাবে পায়তারা করছেন। আমরা মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব পালন করে আসছি। এতে সবুজ আমাদের উপর আদালতে একাধিক হয়রানীমুলক মামলা দায়ের করেছে।
এদিকে গোবরখলা এলাকার মৃত আব্দুল হাই এর পুত্র মোঃ রুবেল মিয়া বাদী হয়ে শওকত হায়দার সবুজ মিয়াকে আসামী সহকারী জজ আদালতে গত ১ জানুয়ারী একটি স্বত্ব মোকাদ্দমা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। উক্ত মোকদ্দমায় বাদী উল্লেখ করেন, তার বাবা মোতায়াল্লী মৃত আব্দুল হাই এর নানা মফিজ উল্লা ও নানাী মমিন চাঁন মক্তবের নামে দানকৃত ভূমি তার বাবা আব্দুল হাই একজন মোতায়াল্লী হিসাবে মক্তব ও মক্তবের ভূমি রক্ষনাবেক্ষণ করেন। তার বাবার মারা যাবার পর তার মা দায়ীত্ব পালন করেন। ভূমিদাতা অঙ্গীকার করে গিয়েছেন যে, তার আওলাদগনের লোকজন মসজিদ পরিচালনা করবেন। কিন্তু তার মা বৃদ্ধা হওয়ায় দায়ীত্ব পালন সঠিকভাবে করতে না পারায় কমিটি তাকে মক্তবের মোতাওয়াল্লী হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। সবুজ মক্তবের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।