চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে রানীগাঁও দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা বাস যোগে মাধবকুন্ডে শিা সফরে যায়। এ সময় মৌলভীবাজার শহরস্থ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) এর মাজার জিয়ারত এর মাধ্যমে শিক্ষা সফর শুরু করে। তারা মাধবকুন্ডের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকন করে। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাষ্টার মোঃ মাসুক মিয়া, মৌলভী শিক্ষক মাওলানা মোঃ হীরা মিয়া, মাদ্রাসা শিক্ষক গবিন্দ দেব নাথ, মাদ্রাসা ছাত্র ক্যাপ্টেন হাফেজ মোঃ শামছুল ইসলাম জাকি, মোঃ আব্দুর রশিদ সুমন প্রমূখ। শিক্ষা সফরে প্রায় ৫০জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে।