আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোজাম্মিল হকের সভাপতিত্বে ও কাওছার আহমেদের পরিচালনায় পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ, ছিদ্দিকুর রহমান, আব্দুল জব্বার, প্রভাষক একেএম নুরুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আবুল হোসেন সবুজ, শিক্ষার্থী বিলকিছ আক্তার প্রমুখ। সভায় জিপিএ-৫ প্রাপ্ত ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।