স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কলেজের বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রাণ ভয়ে দিগি¦দিক ছুটাছুটি শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের ছাত্ররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষ ছড়িয়ে পড়লে কলেজের আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে মোঃ আফরোজ হোসেন, সাহান মিয়া, হাফিজ উদ্দিন, শাহনুর আহমেদ, সুমেল মিয়া, মনির হোসেন, নিয়ল মিয়া, ছারোয়ার হোসেন, মোমিন মিয়া, আফজল মিয়া, শিপন মিয়া, রাসেল মিয়া, আরিফুর রহমান, করিম আহমেদ ও আব্দুল্লাহকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, কলেজ ক্যাম্পাস এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।