স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ধর্ষণের শিকার ৮ম শ্রেনির এক ছাত্রী ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার একটি পা ভেঙ্গে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় শহরের সবুজ বাগ এলাকায়। সূত্রে জানা যায়, ওই ছাত্রী গতকাল বিকেলে সবুজ বাগ এলাকায় কোচিং করতে যায়। এ সময় কৌশলে ২/৩ বখাটে যুবক মেয়েটিকে কৌশলে ওই এলাকার একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি বখাটেদের কবল থেকে বাচার জন্য ভবনের সাথে থাকা একটি সুপারী গাছ ধরে নীচে নামার চেষ্টা করে। এ সময় বখাটেরা সুপারী গাছে ঝাকুনী দিলে মেয়েটি ছিটকে অপর একটি গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে। এতে তার বাম পাটি ভেঙ্গে যায়। হাসাপাতালে সূত্র জানায়, আহত অবস্থায় মেয়েটিকে ৩ যুবক হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগ প্রাথমিক চিকিৎসার পর মেয়েটিকে ভর্তি করা হয়। ওই যুবকরা মেয়েটিকে মহিলা ওয়ার্ডে নিয়ে যায়। পরে ওষুধ নিয়ে আসার কথা বলে যুবকরা সটকে পড়ে। পরে মেয়েটি অন্য এক জনের মোবাইল থেকে বাসায় ফোন করে খবর দিয়ে মা-বাবা সহ আত্মীয় স্বজন হাসপাতাল ছুটে আসে। এরই মধ্যে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে আশংকা জনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।