স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক ডিম ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। ডিম ব্যবসায়ীর নাম সুশান্ত বণিক (৪৫)। তিনি শহরের চিড়াকান্দি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুশান্ত বণিক কিবরিয়া ব্রীজের নিকট ডিমের ব্যবসা করে আসছে। সম্প্রতি ব্যবসার জন্য সুদী মহাজনের নিকট থেকে ঋণ গ্রহণ করেন। কিন্তু ব্যবসা ঠিকমত লাভ না হওয়ায় তিনি যথাসময়ে সুদের টাকা পরিশোধ করতে পারেননি। এতে মহাজন ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ করেন। এদিকে গত শুক্রবার রাতে মুমান্ত বণিক বিষপান করেন। বিষাক্রান্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি গতকাল শনিবার ভোর রাতে মারা যান। খবর পেয়ে সদর থানার এসআই ধ্র“বেশ দাস লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।