প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইয়াকুবিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে গতকাল বুধবার বিকালে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর জেষ্ঠ্য সমন্বয়কারী আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাজী নজিমউল্লা, ইউপি সদস্য সৈয়দা রাহেলা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর। কর্মশালায় সভাপতিত্ব করেন আউশকান্দি ইয়াকুবিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহীদ আহমদ।
বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) উন্নয়ন সংস্থা হিসেবে শেভরণ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় ২টি জেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা উন্নয়নে কাজ করছে। সিলেট অঞ্চলে স্কুলে ভর্তি ও নারী শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া হ্রাস তথা শিক্ষার হার বৃদ্ধি, স্কুল উন্নয়নে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ, পঞ্চবার্ষিক টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যেই কর্মশালাটির আয়োজনটি আয়োজন করা হয়েছে।