বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি ॥ হবিগঞ্জের মুরাদকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুই যুগ আগে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাজমুল মাকসুদ মুরাদকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত বুধবার বিকালে মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন পুলিশের বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ বলেন, মুরাদকে সকাল ১১টায় দেশে আনা হয়। বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রে পলাতক মুরাদকে আটক করতে ইন্টারপোল ২০১১ সালে রেড নোটিস জারি করেছিল। এফবিআই ও যুক্তরাষ্ট্র পুলিশের সহযোগিতায় ২০১২ সালে ২ ফেব্র“য়ারি মুরাদকে আমেরিকার আটলান্টা থেকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কাহহার আকন্দ বলেন, রাজধানীর শাহজাহানপুরে বসবাসকারী মুরাদের গ্রামের বাড়ি হবিগঞ্জে। তবে তিনি ঢাকায় বড় হয়েছেন। কাহহার বলেন, ১৯৯৬ সালের ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে ফ্রিডম পার্টির কর্মী হিসাবে রাজনৈতিক আশ্রয় নেন মুরাদ। মুরাদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও মতিঝিলে একটি হত্যা মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।
১৯৮৯ সালে ১১ অগাস্ট রাতে শেখ হাসিনার ৩২ নম্বর বাড়িতে ৭/৮ জন দুষ্কৃতকারী গুলিবর্ষণ, গ্রেনেড ও বোমা নিক্ষেপ করে। তাকে হত্যার জন্যই ওই হামলা হয়েছিল বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ। হামলার পর ওই বাড়িতে কর্তব্যরত হাবিলদার জহিরুল হক বাদি হয়ে ওই বছরের ২৪ অগাস্ট একটি মামলা করেন।
সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার মোঃ খালেক উজ্জামান ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে যে অভিযোগপত্র দেন। এতে মুরাদ ১৩ নম্বর আসামি। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ড কার্যকর হওয়া সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা ছাড়াও মৃত্যুদন্ড প্রাপ্ত আব্দুর রশিদও এই মামলার আসামি।
মামলায় বাকি আসামিরা হলেন- রেজাউল ইসলাম খান ফারুক, হুমায়ুন কবির, গাজী লিয়াকত হোসেন ওরফে কালা লিয়াকত, মিজানুর রহমান, জর্জ, মো. শাহজাহান, গোলাম সারোয়ার ওরফে মাসুম, সোহেল ওরফে ফ্রিডম সোহেল, জাফর আহমেদ মানিক, নাজমুল মাকছুদ মুরাদ, গাজী ইমাম, হুমায়ন কবির ও খন্দকার আমিরুল ইসলাম কাজল।
কাহহার বলেন, এ মামলার দুজন আসামির বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ড কার্যকর হয়েছে, জামিনে রয়েছে ৬ জন। মুরাদসহ এখন হাজতে রয়েছে ৪জন, বাকি ৪জন এখনো পলাতক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com