স্টাফ রিপোর্টা ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্র্যাক অফিসের কাছ থেকে (৩০) বছর বয়সী এক যুবুকের অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে ওসি তদন্ত মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালের মর্গে প্রেরণ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ফেলে রেখেছে।