স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড থেকে আটক ৮ জুয়াড়িকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর পুর্বে বৃহস্পতিবার মধ্য রাতে সদর মডেল থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুরাতন পৌরসভা রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতরা হল, শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নিম্বর মিয়ার পুত্র হামিদ মিয়া (৩৩), মজলিস মিয়ার পুত্র জালাল মিয়া (৩২), উসমান গণির পুত্র দরবেশ আলী (৫৫), ইসমাইল মিয়ার পুত্র জালাল মিয়া (৪৫), সাহেদ আলীর পুত্র রাজু মিয়া (২৯), সদর উপজেলার দুর্লভপুর গ্রামের রজব আলীর পুত্র গাজিউর রহমান (৩৪), মর্তুজ আলীর পুত্র মাহিন আলী (৪০), বাদশা মিয়ার পুত্র আউয়াল মিয়া (৪০)। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক জানান, পুরাতন পৌরসভা রোড এলাকার বাবুর্চি সমিতির একটি কক্ষে জুয়া খেলছিল তারা। এ সময় পুলিশ হানা দিয়ে তাদেরকে আটক করে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।