স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে লড়ি থেকে তেল পাচারের সময় চালকসহ ৩ জনকে আটক করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, সদর উপজেলার লস্করপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র সাবেক পৌর ছাত্রলীগ নেতা নাজমুল হোসাইন (২৮), নাজিরপুর গ্রামের মোঃ ফজল মিয়ার পুত্র মোঃ রফিক মিয়া (১৯) ও কুমিল্লা লাঙ্গলকোর্টের মদনপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র ড্রাইভার হেলাল উদ্দিন (২৮)। পুলিশ জানায়, লস্করপুর এলাকায় যমুনা পেট্রোলিয়াম ও পদ্মা পেট্রোলিয়ামের দাড় করিয়ে থাকা লড়ি থেকে একটি চক্র তেল চুরি করে মহাসড়কের পার্শ্ববর্তী দোকানে বিক্রি করে দিচ্ছে চক্রটি। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে হবিগঞ্জের পুলিশ সুপারের। এ সময় তিনি তাৎক্ষণিক লড়ি নং (কক্সবাজার ৪১-০০০৬) সহ আটকিয়ে হাতে নাতে ৩ জনকে আটক করে। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নাজমুল লস্করপুর এলাকায় তেল ব্যবসায়ী বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।