স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর তলীর বড় বহুলা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হল, বহুলা এলাকার হান্নান মোড়ল (৩৫) ও বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের রাশেদুল হাসান কুটি (৪০)। গতকাল বৃহস্পতিবার ডিবি পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করে।