চুনারুঘাট প্রতিনিধি ॥ একটি ক্যারামবোর্ড কিনে দেয়ার আবদার করেছিলেন ফয়জুল মোস্তাক তন্ময় (১৪)। মা-বাবা তার আবদার পুরণ না করায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে দুনিয়া থেকেই চলে গেলেন তিনি। অভিমানী তন্ময় চুনারুঘাট শহরের বাল্লা রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি নবম শ্রেণির ছাত্র ছিলেন। তন্ময়ের পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আলী আশরাফ জানান, বাল্লা রোড এলাকার ৩ তলা একটি বাসার ২য় তলার একটি অংশে ভাড়া থাকতেন মাওলান আশরাফ ও তার পরিবার। মঙ্গলবার (২৬ জুন) দিবাগত গভীর রাত পর্যন্ত তন্ময়কে খোঁজে না পেয়ে পার্শ্ববর্তী একটি খালি ফ্ল্যাটে গিয়ে গলায় রশি দিয়ে বাধা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওসি আরো জানান, মোস্তাকের স্বজনরা জানিয়েছে তাকে ক্যারামবোর্ড কিনে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।