স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আদালতপাড়ায় বিভিন্ন মামলার আলামত হিসেবে প্রায় ৫০ কেজি গাজা আগুণ দিয়ে পুড়িয়ে বিনষ্ঠ করা হয়েছে। যার বাজার মুল্য অনুমান ১ লাখ টাকা। গতকাল বুধবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগমের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণের পশ্চিমদিকের খোলা মাঠে এগুলো আগুণ দিয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন জানান, বিভিন্ন থানার পরিত্যাক্ত হিসেবে মালামাল মাদক জব্দ করে। কিন্তু মাদক ব্যবসায়ীদেরকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে এসব আলামত আদালতের প্রেরণ করলে বিজ্ঞ আদালতের নির্দেশে এসব বিনষ্ট করা হয়েছে।