নবীগঞ্জ প্রতিনিধি ॥ দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জে আওয়ামীলীগের ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, পানিউমাদা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান খাঁন, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ গুল আহমদ কাজল ও আব্দুল মুকিত। গতকাল বৃহস্পতিবার উপজেলা পানিউমদা ইউনিয়ন আওয়ামীরীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও সাধারন সম্পাদক শাহনুর তালকদার ও দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আব্দুল মোহিত ও সাধারন সম্পাদক ফজলুল করিম স্বাক্ষরিত বার্তায় তাদেরকে বহিস্কারের তথ্য জানানো হয়। এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরোধীতায় লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট প্রমান যার বিরুদ্ধে পাওয়া যাবে তাকেই দল থেকে বহিস্কার করা হবে।