আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা বাজার সহ গুরুপ্তপূর্ন স্থানে কোন যাত্রী ছাউনি না থাকায় যাত্রী সাধারণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
জানা গেছে, উপজেলার বুল্লা বাজার ওই এলাকার সব ছেয়ে বড় বাজার হিসাবে একটি গুরুপ্তপূর্ন পয়েন্ট। প্রতিদিনিই কিশোরগঞ্জের অষ্টগ্রাম, আদমপুর, সাপান্তর সহ বিভিন্ন এলাকার লোকজন বুল্লা বাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছেন। এক্ষেত্রে বুল্লা বাজারে কোন যাত্রী ছাউনি না থাকায় চরম দূর্ভোগে পড়ছেন লোকজন। পুরুষ যাত্রীরা কোন দোকানে আশ্রয় নিতে পারলেও মহিলা যাত্রীরা পড়ছেন বিপাকে। তারা কোন দোকানে আশ্রয় নিতে লজ্জাবোধ করছেন। যে কারনে তারা রোধ পুড়ে বৃষ্টিতে বিজে জবুথবু হয়ে পড়েন। এ ছাড়া উপজেলার বামৈ, মোড়াকরি ও বটতলা বাজারে গুরুপ্তপূর্ন পয়েন্ট হিসেবে ছাউন প্রয়োজন বলে অনেকে জানান। ৬নং বুল্লা ইউনিয়নের চেয়াম্যান শেখ মুক্তার হুসেন বেনু বুল্লা বাজার একটি গুরুপ্তপূর্ন পয়েন্ট হিসাবে যাত্রী সাধারণের দূর্ভোগ কমাতে ওই বাজারে একটি যাত্রী ছাউনি প্রয়োজন বলে জানান তিনি। আর কালাউক বাজারে একটি যাত্রী ছাউনি থাকলেও অযতœ অবহেলায় নোংরা পরিবেশের কারনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।