প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের ব্যবহারের জন্য একটি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি অনুদান দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। সম্প্রতি হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের পক্ষ হতে একটি রঙ্গিন টিভির জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়রের বরাবরে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে পৌরভবনে ২১ ইঞ্চি রঙ্গিন টিভি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের কাছে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে হস্তান্তর করেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।