নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা ডাইকের উমরপুর ও কসবা গ্রামের বাধ ভেঙ্গে নদীর তীরবর্তী ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নে প্লাবিত হওয়া ৩৫টি গ্রামে বন্যার উন্নতি হয়েছে। পানি কমতে থাকায় ঘরে ফিরতে শুরু করেছেন বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া বানবাসী মানুষজন। বেশকিছু এলাকায় সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগীতা না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিত লোকজন। বন্যায় আক্রান্ত মানুষজনের মধ্যে দেখা দিয়েছে নানা ধরণের পানি বাহিত রোগ।
গত কয়েকদিন আগে কুশিয়ারা ডাইকের উমরপুর ও কসবা গ্রামের বাধ ভেঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়নের দিগীরপাড়, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ী, লালাপুর, মোস্তফাপুর, তপথিবাগ, পাঠানহাটি, মনসুরপুর, বাউরকাপন, লতিবপুর, নোয়াগাঁও, প্রজাতপুর, দক্ষিণগ্রাম, কইখাই, উমরপুর ও দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক, জামারগাঁও, রাধাপুর, বড়পেছি বাজার, ফাদুল্লা, কুমারকাদা, কসবা, চরগাঁও, মথুরাপুর, মাধবপুর, গালিমপুরসহ প্রায় ৩৫টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এর ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তা-ঘাট ও বিদ্যালয় তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। তাছাড়া দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। আগামী কয়েকদিনে পানি আরও কমে আসার সম্ভব্য রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ।
ইনাতগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গ্রামের বাসিন্দা সখিনা বেগম বলেন, আমাদের কেউ সাহায্য করছেনা।
আজিজুল হক নামে একজনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের এলাকায় কোনো ধরণের ত্রাণ সামগ্রী দেয়া হয়নি।