শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক অনেক শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনের সাথে সামঞ্জস্যপূর্ন নয়- ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সাদিকের জানাযায় মানুষের ঢল ॥ দাফন সম্পন্ন পইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু আজমিরীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা নবীগঞ্জে নারী ও শিশু মামলা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ॥ বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ পুটিজুরীর বাঁশপাতা রেস্টুরেন্ট এলাকায় জনতার হাতে যুবতী আটক ॥ মুহিম এর পলায়ন

শহরে বালু উত্তোলনের মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছে জনতা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ১১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রিজ এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালত দু’টি ডেজার মেশিন আগুন দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় উত্তেজিত জনতা মেশিনের পাইপ ও ঘর ভাংচুর করেছে। গতকাল দুপুরে সহকারী কমিশনার ভূমি নাইমা খন্দকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। প্রকাশ, দীর্ঘদিন ধরে মাছুলিয়া ব্রীজ এলাকা থেকে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সাম্প্রতিককালে খোয়াই নদীর পানি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এতে শহর রক্ষা বাধ হুমকীর সম্মুখিন হয়। বিশেষ করে মাছুলিয়া ব্রীজ এলাকায় নদীর পানি বাধের উপরিভাগ ছুই ছুই করে। পরে পানি কমে যাবার সাথে সাথে ধ্বস নামে। এতে প্রায় ২০টি বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যায়। এ অবস্থায় এলাকাবাসী সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরের সাথে দেখা করে তাদের দর্দশার বিষয়টি অবহিত করেন। এলাকাবাসী জানায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে বাধের পাশের সরে যাওয়ায় বাড়ি-ঘর ধ্বসে পড়েছে। এ সময় কেউ যাতে মেশিন দিয়ে বালু উত্তোলন করতে না পারে সে দিকে নজর রাখার জন্য জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খন্দকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সদর থানার এসআই আবু নাইমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ড্রেজার মেশিন আগুণ দিয়ে পুড়িয়ে দেয়। ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে এলাকাবাসি এসে বালু ব্যবসায়ীদের টিনের একটি ঘর ও ড্রেজার মেশিনের বিভিন্ন ধরনের প্রায় ২ লাধিক টাকা মুল্যের পাইপসহ মালামাল ভেঙ্গে ফেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com