প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটেনের বিশষ্টি কমিউনিটি লিডার মোফজ্জল হোসেন চৌধুরী ইমরানের নানা, বৃটেন প্রবাসী সমাজ সেবক আবু মিয়া ওল্ডহাম রয়েল হাসপাতালে গত ১৭ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আগামীকাল শনিবার তার লাশ দেশে আসার পর নবীগঞ্জের মুরাদপুর গ্রামে তার পৈত্রিক গ্রামে দাফন করা হবে।
আবু মিয়া মৃত্যুকালে ৬ ছেলে এবং ৪ মেযেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ১৬ বছর বয়সে বৃটেন যান। বেশীর ভাগ সময় বৃটেনে থাকলেও দেশের সাথে তার ঘনিষ্ট যোগাযোগ ছিল এবং বিভিন্ন সমাজ সেবামুলক কাজে অংশ নিতেন। শেষ সময়ে তিনি দেশেই বেশী থাকতেন।