স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডঃ চৌধুরী আব্দুল হাই। সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা রোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার, অবঃ জেলা দায়রা জজ আব্দুল হান্নান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ড. সৈয়দ জামাল আহম্মেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম, ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. শরমিন্দ নীলোৎপাল, হবিগঞ্জ বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, আইনজীবি এডঃ ফয়েজ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ নাগরিক কমিটির সহ সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ, বক্তব্য রাখেন উসমান গণি মাষ্টার, জিয়াউল হক, হাসান বশির গাজী।