নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। দুই সন্ন্যাসীর লীলা দর্শকদের মুগ্ধ করে। কয়েকটি লীলার মধ্যে উল্লেখযোগ্য ছিল জলশয্যা, ভূমিশয্যা, জিহ্বায় লোহার শিক ঢুকানো, রাম দা দিয়ে শরীরে আঘাত করা, দায়ের উপর দাঁড়িয়ে এক সন্ন্যাসীর মাঠ পরিদর্শন, কালীর নাচ, এবং দুইজনকে পিঠে বড়শী গেঁথে চড়ক গাছের সাথে ঝুলিয়ে ঘুরানো হয়। জ্যান্ত মানুষকে আধা ঘন্টা জলভর্তি চৌবাচ্চায় ডুবিয়ে উপরে মাটিচাপা দিয়ে মাটির নিচে রেখে পরে জীবিত করে তোলা হয়। অনুষ্টিত চড়ক পুজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী. প্যানেল মেয়র-১ এটিএম সালাম প্রমূখ।