অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মাইক্রোবাসে করে গাঁজা পাচারকালে দুই পাচারকারীকে গাড়িসহ আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার গোয়াছনগর গ্রামের জমশেদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৭) ও সিলেটের উসমানী নগর থানার ইব্রাহিমপুর গ্রামের ইরশাদ আলির পুত্র সুফিয়ান আহমেদ (৩৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ ২৭ কেজি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসযোগে (ঢাকা-মেট্রো-গ-৩৯-১৫৬৯) গাঁজা পাচারের খবর পেয়ে গত বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ নতুন ব্রীজ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে। এসময় গাড়ি তল্লাশি করে বস্তায় ভর্তি ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শায়েস্তাগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।