স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার দক্ষিন তেঘরিয়া গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে রিয়াজ আহমেদ (১৫) নামে এক স্কুল ছাত্র হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। টাকার অভাবে দরিদ্র রিক্সা-চালক সুনর মিয়া তার চিকিৎসা করাতে পারছেন না। দিনদিন রিয়াজের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। যদিও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সামর্থ না থাকায় ঢাকায় চিকিৎসা করানো অসম্ভব হচ্ছেনা। রিয়াজেরও সপ্ন ছিল লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হয়ে মা-বাবার দরিদ্রতা দূর করবে। কিন্তু তার সপ্ন সপ্নই রয়ে গেল। গতকাল বিকেলে সদর হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায় রিয়াজের মা নাজমা আক্তার কান্নয় ভেঙ্গে পরেন। তিনি এ প্রতিনিধিকে জানান, তার সন্তান দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছে। দরিদ্র পিতা ভিটে বাড়ি বিক্রি করে দীর্ঘদিন যাবত চিকিৎসা করাচ্ছেন। বর্তমানে তাকে সদর হাসপাতালের মেডিসিন কন্সাল্টেন্ট প্রদীপ কুমার দাস উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছে না তার পরিবার। তাই সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে সন্তানের চিকিৎসার জন্য এই নম্বারে-০১৭৭৭-৬১৯৩০৭ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পিতা।