প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৩ মার্চ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওঃ শাহ আলমকে উড়োজাহাজ মার্কায় সমর্থন দিয়ে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওঃ জুনাইদ আহমদ খাটখালী, জমিয়তে উলামায়ে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নবীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওঃ আব্দুল কাদির হুসাইনী, ইসলামী ঐক্যেজোট নবীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওঃ আব্দুস সালাম। নেতৃবৃন্দ আগামী ২৩ মার্চ রোজ রবিবার উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে মাওঃ শাহ আলমকে দলমত নির্বিশেষে নির্বাচিত করার জন্য নবীগঞ্জ উপজেলাবাসীকে আহবান জানান।