আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুন) বেলা ১১ টায় ঈদের নামাজের পর বাড়িতে মোটরসাইকেলে করে ফেরার সময়ে পৌর এলাকার উত্তর বাজারে (হবিগঞ্জ-মাধবপুর সড়ক) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত দিদার হোসেন উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুল রউফের পুত্র। তিনি বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ে ঐ শিক্ষক (নিহত দিদার হোসেন) মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত-দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা শিক্ষক নিহতের কথা শুনলে উত্তেজিত হয়ে পড়েন তখন এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করেন এবং ঘাতক বাসটি (ঢাকা মেট্টো জ-১১-২৩৩৭) কে আটক করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে.এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন নিহত দিদার হোসেন স্যার বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঈদের জামাত শেষে বাড়ি ফেরার হল না হবিগঞ্জের শিক্ষক দিদার হোসেনের।