স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকা, মোটরসাইকেলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পথে বসেছে কাপড় ব্যবসাীয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও চোখের সমানেই সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুরে একটি ভাড়াটিয়া বাসা নিয়ে মিলি ক্লথস্টোর নাম দিয়ে ব্যবসা করে আসছে মাসুম দুলাল নামে এক ব্যক্তি। পাশপাশি আরো ২ ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গতকাল বিকেলে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ক্লথস্টোরে আগুনে সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কাপড় ব্যবসায়ীর মোটর সাইকেল, নগদ টাকা, বিপুল পরিমান কাপড় ফ্রিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
কাপড় ব্যবসায়ী মাসুম দুলাল জানান, তার বিপুল পরিমান কাপড়, একটি মোটর সাইকেল সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।