স্টাফ রিপোর্টার ॥ অ্যাডভোকেট সাইদুর রহমানের স্ত্রী শাহানা আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গতকাল সোমবার দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। তার পুত্র হাফিজুর রহমান পরাগ দেশে আসার পর তাকে হবিগঞ্জে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সাইদুর রহমানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবি ও প্রাবন্ধিক এম এ রব, নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম গিনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার শান্তনু, কবি ও নাট্যকার রুমা মোদক, বাপা জাতীয় পরিষদ সদস্য তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, স্কাউটস সংগঠক অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম, অ্যাডঃ আফম খায়রুল ইসলাম খোকন, সাহিত্য কর্মী অপু চৌধুরী, চেতনায় ’৭১-এর সদস্য সচিব এডঃ কেয়া চৌধুরী প্রমুখ।