স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে বিভিন্ন হাট বাজারে জাল টাকার ছাড়াছড়ি বৃদ্ধি পেয়েছে। গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল ব্যবসায়ীরা প্রতারকদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন। অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ কতিপয় আইনশৃংখলা বাহিনীদেরকে ম্যানেজ করে এই জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, অসাধু ব্যাংকের কর্মকর্তারাও এর সাথে জড়িত রয়েছে। বিশেষ করে এক হাজার নোট ও পাচঁশত টাকার জাল নোট বাজারে বেশি রয়েছে। দেখলে বুঝাই যায় না কোনটি আসল কোনটি নকল। ক্রেতারাতো দূরের কথা প্রকৃত ব্যবসায়ীরাই জাল টাকা ধরতে পারছেনা। বিশেষ করে মাছের বাজার ও মুরগের বাজারে এবং ফুটপাতের কাপড়েরর বাজারে এসব জাল টাকার ছড়াছড়ি রয়েছে।