স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হকের সমর্থনে গণ-সংযোগ করছেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। সৈয়দ আহমুদুল হককে বিজয়ী করতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। জনসমর্থন গড়ে তোলে ঘোড়া প্রতীকে ভোট আদায় করতে দিন রাত গ্রাম থেকে গ্রামান্তরে বাড়ি বাড়ি গণসংযোগ করছেন চৌধুরী আশরাফুল বারী নোমান। তাঁর গণসংযোগে আহমদুল হকের পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গতকাল তিনি শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকা, লস্করপুর, গোপায়া, নিজামপুর ও নুরপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ভোটারদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে বলে জানা গেছে। এ ব্যাপারে চৌধুরী আশরাফুল বারী নোমানের সাথে আলাপ হলে তিনি জানান-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে সৈয়দ আহমুদুল হক বিজয়ী হবেন। নির্বাচনে যাতে কোন ধরণের কারচুপি না হয় সে ব্যাপারে কঠোর নজরধারীর রাখার জন্য প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।