শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হক নির্বাচনের ফলাফল চাপিয়ে দিতে চাইলে জনগণ বেসামাল হয়ে উঠবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হক বলেছেন, উপজেলা নির্বাচনে ৮০% ভোটার আমার পক্ষে রয়েছে। কেউ কেউ কেন্দ্র দখল ও টেবিল কাষ্টের পরিকল্পনা করছে। তিনি বলেন, নির্বাচনী ফলাফল চাপিয়ে দিতে চাইলে জনগণ বেসামাল হয়ে উঠবে। যা প্রশাসনকে সামাল দিতে দিতে পারবে না। ২০টি কেন্দ্র ঝুকিপূর্ণ উল্লেখ করে বলেন, ওই তালিকা ইতিমধ্যে প্রশাসনকে দেয়া হয়েছে।
গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ আহমদুল হক বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহল বিশেষ অসাংবিধানিক পন্থায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এমনকি জঘন্য পেশীশক্তি প্রদর্শনের হুংকার দিচ্ছে। এছাড়া দায়িত্বশীল কতিপয় ব্যক্তির আচরণে আমি ও ভোটাররা বিচলিত। তিনি বলেন, উপজেলা পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার একটি অরাজনৈতিক প্রতিষ্টান হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের বিবর্তনে বর্তমান নির্বাচনে রাজনৈতিক পরিচয়ে অংশগ্রহণ করে এ ব্যবস্থাকে কলুষিত করা করা হয়েছে। সার্বজনীন অরাজনৈতিক প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ সুফল বয়ে আনবে না উল্লেখ করে তিনি বলেন, এতে বৃহৎ জনগোষ্ঠী এর সুফল থেকে বঞ্চিত হবে। সৈয়দ আহমদুল হক আরো বলেন, আইনশৃংখলার কাজে নিয়োজিত কর্তৃপক্ষের কেউ কেউ কোন বিশেষ দলের কর্মীর মত আচরণ করছেন। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অতিউৎসায়ী কেউ পবিত্র দায়িত্ব পালনে নিরপেক্ষতা হরিয়ে ক্ষমতার অপব্যবহার করলে তা মঙ্গল বয়ে আনবে না। তাদেরকে হবিগঞ্জবাসীর নিকট জবাব দিহি করতে হবে। তিনি বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনায় ১৯৯৭ সনে আমার প্রতি ভালবাসার নিদর্শন সরূপ ৭টি তাজা প্রাণ বিলিয়ে দেয়। এমন ভালবাসার প্রতিদান দেওয়া খুবই দুরূহ। তিনি বলেন, ইতিমধ্যে দু’প্রার্থীর এলাকায় তার পোলিং এজেন্ট না হওয়ার জন্য হুমকী দেয়া হচ্ছে। ওই দু’প্রার্থীর এলাকায় ভোটারগণ গোপনীয়তা রক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে সংশয় প্রকাশ করছেন। তিনি প্রতিটি কেন্দ্রে পোলিং বুথে গোপনীয়তা ও নিরাপত্তা নির্বিঘœ করার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে তিনি তাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে পুনরায় উপজেলাবাসীর সেবা করার সুযোগ দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, শাহ মোঃ আব্দুল কাইয়ূম, হাজী মোঃ আম্বর আলী, সৈয়দ মোস্তাক আহমেদ, সৈয়দ জামাল উদ্দিন, সাবেক মেম্বার মানিক মিয়া, উজ্জল দেব, মিঠুন পুরকায়স্থ, এডঃ সৈয়দ আদিল উদ্দিন, আফতাব উদ্দিন, আনোয়ার হোসেন সালেহী. আবুল কালাম, সৈয়দ শাহেদুল ইসলাম, মামুনুর রশিদ খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com