নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সিলেট বিভাগীয় সমন্বয়কারী কর্নেল (অবঃ) কানিজ ফাতেমা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী আলমগীর চৌধুরীকে দোয়াত-কলম প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দেশে গণতন্ত্রকে সুসংহত করতে এবং মুক্তিযোদ্ধের চেতনা সমুন্নত রাখতে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে উন্নয়নের ধারা বজায় থাকবে না। তাই সবাইকে একযোগে কাজ করে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি গতকাল বুধবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোট প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরীর দোয়াত-কলম প্রতিকের প্রচারনা কালে পথ সভায় উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার, রামপুর বাজার, হলিমপুর বাজার, জগন্নাথপুর বাজার, সোনাপুর বাজার, বাল্লারহাট বাজার, চৌকি বাজার, বাউসী বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোট প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরীর নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সময় তার সাথে ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, অর্থ সম্পাদক মোতাহির মিয়া, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী জাফর সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, ভাইস চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ছোবা, ইউপি চেয়ারম্যান মেহের আলী মালাদার, গাজী আশরাফ নাহেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্ররীগ নেতাকর্মী তার সাথে ছিলেন।
এদিকে জহুরা মান্নান ফাউন্ডেশনের সিও শামসুল হুদা চৌধুরী বাচ্চুর নেতৃত্বে উপজেলা কুর্শি, কনকারীপাড়া, বাংলা বাজারসহ বিভিন্ন স্থানে আলমগীর চৌধুরীর পক্ষে গণসংযোগ করা হয়।